জাতীয়

প্রতীক বরাদ্দ আজ, বৃহস্পতিবার থেকে প্রচার শুরু 

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এবার ২৯৮ আসনে এক হাজার ৯৬৭ জন প্রার্থী লড়বেন। 

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামীকাল থেকে শুরু হবে প্রচার। চলবে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এ দিন ৩০৫ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এদিকে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারোয়ার হোসেন। শুধু তাই নয় জোটের প্রতি সম্মান রেখেও কোনো কোনো দলের প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সব মিলিয়ে ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াইয়ে ২৯৮ আসনে থাকছেন এক হাজার ৯৬৭ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে।  একইসঙ্গে হবে গণভোট। এবার নির্বাচন পরিচালনায় ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা ও ৪৯৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।