জাতীয়

ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

নিউমার্কেট জনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শওকত আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। বুধবার (২১ জানুয়ারি) আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হাতে ঢাকা কলেজের এক শিক্ষার্থী মারধরের শিকার হওয়ার ঘটনার জের ধরে আজকের এই সংঘাত।

পুলিশ ও দুই কলেজের শিক্ষকদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে গেছে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। সংঘর্ষের কারণে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুর রোডে (নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব অংশ) প্রায় এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।