জাতীয়

বিকেল সাড়ে ৪টার মধ্যে পৌঁছালেই কেবল পোস্টাল ব্যালট গণনা হবে: ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট ওইদিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালেই গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৪ জানুয়ারি) ইসি এক বার্তায় পোস্টাল ব্যালট পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট দিয়ে তা নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

ইসির বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠিয়ে দিন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না।

বাসস জানায়, পোস্টাল ভোট দিতে দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।