জাতীয়

আ. লীগ, ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ বা ছাত্রলীগের পরিচয়ের কারণে নয়, সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির তথ্য উপস্থাপনের পর সাংবাদিকরা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। 

উপদেষ্টা এ সময় কৃষি বিষয়ক ব্রিফিংয়ের বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। তিনি বলেন, ‘‘আমি কৃষি ছাড়া কোনো প্রশ্নের উত্তর দেব না।’’

তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, ‘‘স্বরাষ্ট্রের সময় আমি আলাদা করে ডাকবো। আজ আমি কৃষির জন্য ডেকেছি। কৃষি ছাড়া কোনো বিষয়ে বলবো না। আপনারা কৃষকদের সমস্যাগুলো তেমনভাবে তুলে ধরেন না এগুলোই আসল সমস্যা।’’

ব্রিফিংয়ের এক পর্যায়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে দেশজুড়ে আলোচনা সমালোচনার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার অপরাধীদের জামিন দেওয়ার বিরুদ্ধে।’’