জাতীয়

নির্বাচনের দায়িত্বে থেকে গণভোটের পক্ষ-বিপক্ষে প্রচার করা যাবে না: ইসি

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “গণভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশন সবাইকে উদ্বুদ্ধ করছে। তবে যারা নির্বাচনি দায়িত্বে থাকবেন রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ও অন্যান্য নির্বাচনি কর্মকর্তা তারা আইনগতভাবে কোন পক্ষে বা বিপক্ষে প্রচার করতে পারবেন না।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, “নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে, প্রচার চলছে, মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।”

বিভিন্ন যায়গায় প্রার্থীদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “প্রত্যেকটি রাজনৈতিক দল থেকেই বিভিন্ন ধরনের শঙ্কার কথা বলা হচ্ছে। এই অভিযোগগুলো আমরা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। রাজনৈতিক নেতারা নিয়মিত আমাদের সঙ্গে দেখা করছেন, পরামর্শ ও পর্যবেক্ষণ দিচ্ছেন। মিডিয়া ও সামাজিক মাধ্যমে যে অভিযোগগুলো আসছে, সেগুলো তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভোটে মানুষের আস্থার বিষয়ে তিনি বলেন, “আস্থা–অনাস্থা জনগণের বিষয়। তবে আমরা মনে করি জনগণ শতভাগ আস্থার সঙ্গে এই নির্বাচনে অংশ নিচ্ছে। প্রচার ও উৎসবমুখর পরিবেশ সেটারই প্রমাণ।”