জাতীয়

২৬ কোটি ব্যালট ছাপাতে ইসির ব্যয় ৪০ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৬ কোটি ব্যালট পেপার ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের বাজেট শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজেট শাখা থেকে জানা যায়, সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপানোর সব প্রস্তুতি সম্পন্ন ছিল। পরে গণভোট যুক্ত হওয়ায় সংসদ নির্বাচন ও গণভোট মিলিয়ে প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। তবে অতিরিক্ত ব্যালট ছাপাতে নতুন করে কাগজ কিনতে হয়নি ইসিকে।

ইসির বাজেট শাখা জানায়, সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের (ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়া) জন্য আগে কেনা ব্যালট পেপারই আপাতত গণভোটে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য পরবর্তীতে নতুন করে ব্যালট পেপার কেনা হবে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।