জাতীয়

প্রার্থীদের ব্যানার ব্যবহারের বিষয়ে ইসির নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের ব্যানার ব্যবহারের বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩১ জানুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত জারি করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রযোজ্য আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি ৭ অনুযায়ী ব্যানার ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট মাপ অনুসরণ করতে হবে।

ইসির স্পষ্টীকরণ অনুযায়ী, আনুভূমিক (Horizontal) কিংবা উলম্ব (Vertical)—যে কোনো ধরনের ব্যানার সর্বোচ্চ ১০ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এর বেশি আকারের কোনো ব্যানার ব্যবহার করা যাবে না।

নির্বাচনি আচরণ বিধিমালা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশোধিত আচরণবিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করা হয়েছে।