ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্ড পেতে অনলাইনে আবেদন করা প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক রাইজিংবিডি ডটকমকে বলেন, “সাংবাদিকদের কার্ড পাওয়ার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আমরা দুই দিন আগেই বন্ধ করে দিয়েছিলাম। তবে পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইন আবেদন চালু ছিল।”
তিনি বলেন, “আজ আমাদের আইটি টিম পর্যবেক্ষকদের আবেদন প্রক্রিয়াটি বন্ধ করার জন্য সার্ভারে প্রবেশ করে। সে সময় সার্ভারে কয়েকজন ব্যবহারকারী সক্রিয় ছিলেন। তারা অ্যাডমিন প্যানেল দেখতে পেয়ে একটি স্ক্রিনশট নিয়ে তা ছড়িয়ে দেয়। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। এখন আর কেউ সেখানে প্রবেশ করতে পারছে না।”
এর আগে শনিবার বিকেল ৪টার দিকে কয়েকজন সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডের আবেদনকারীরা pr.ecs.gov.bd ওয়েবসাইটে লগইন করে প্রবেশ করলে সেখানে সাংবাদিকদের অনলাইন আবেদনের পূর্ণ তালিকা দেখতে পান। এ সময় আবেদনে দেওয়া নাম, পরিচয়, মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য উন্মুক্ত অবস্থায় ছিল বলে জানান সংশ্লিষ্টরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের কার্ড বিতরণে সাংবাদিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু করে নির্বাচন কমিশন জনসংযোগ শাখা। তবে প্রক্রিয়াটি জটিল ও ত্রুটিপূর্ণ হওয়ায় সাংবাদিকদের ব্যাপক আপত্তির মুখে তা বন্ধ করতে বাধ্য হয় ইসি।
পরবর্তীতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়, আগের মতো অফলাইন পদ্ধতিতেই সাংবাদিকরা নির্বাচন কমিশন থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রবিবার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের কার্ড বিতরণ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা।