জাতীয়

সাভারে কৃষি অর্থনীতিবিদদের আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক, সাভার : কৃষি অর্থনীতির উন্নয়নে আজ থেকে সাভারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এশিয়ার খ্যাতিনাম অর্থনীতিবিদদের অংশগ্রহণে অষ্টম বারের মতো এই সম্মেলন এবার অনুষ্ঠিত হচ্ছে সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে।দুপুরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত সভাপতি ও ব্র্যাকের উপদেষ্টা ড. মাহবুব হোসেন। বিদায়ী সভাপতির বক্তব্য দেন ফিলিপাইনের আর্থসামাজিক পরিকল্পনা মন্ত্রী ড. আরসেনিও বালিসাকান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োকিম ভন ব্রন। তিন দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে এশিয়ার প্রায় আড়াই শ অর্থনীতিবিদ অংশ নিয়েছেন।

   

রাইজিংবিডি/সাভার/১৫ অক্টোবর ২০১৪/সাকিব/রিশিত/কমল কর্মকার