নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এ মিছিল করেন তারা।
এরমধ্যে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মো. রেজাউল হক রিয়াজের নেতৃত্বে মিছিল করে শিবির নেতা-কর্মীরা।
মিরপুরের পল্লবী এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির নেতা-কর্মীরা। এ ব্যাপারে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউজ্জামান জানান, এ ধরনের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
সকাল ৮টার দিকে ভাটারা এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে শিবির নেতা-কর্মীরা। এ মিছিলের নেতৃত্ব দেন মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান।
উত্তরা আজমপুর এলাকায় সকালে জামায়াত-শিবির নেতা-কর্মীরা একটি মিছিল করে। এ মিছিলের নেতৃত্ব দেন বিমানবন্দর থানা আমির মহিবুল্লাহর। এ সময় তারা কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে।
এ ছাড়াও ডেমরা ও যাত্রাবাড়ী এলাকাতেও ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা।
রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৫/বাপ্পা/ইভা