নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তাবলিগে জামাতের মুরুব্বি ওয়াসিফুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জন, তাবলীগকে রাজনীতিকরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মুশফিকুর রহমান চৌধুরী সমর্থিত তাবলিগ জামায়াতের সাথীরা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তিন তলার হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন তাবলিগের সাথী আহমেদ ফজলে আকবর।
তাবলিগের সাথীদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান, আবু সাইদ মো. লতিফুল আলম, মামুন-উর রশিদ, হাসান হাবিব প্রমুখ। সংবাদ সম্মেলনে ওয়াসিফুল ইসলামের অনিয়মের নথিপত্র সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়।
সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্যে আহমেদ ফজলে আকবর বলেন, ‘ওয়াসিফুল ইসলাম কাকরাইল মসজিদ নির্মাণের নামে দেশে-বিদেশের বিভিন্ন সংস্থা থেকে ২০০ কোটি টাকা তুলে আত্মসাৎ করেছেন। বিদেশ থেকে এসব টাকা সংগ্রহে সহায়তা করেছেন ওয়াসিফুল ইসলামের ছেলে ওসামা ইসলাম। তিনি একটি জাতীয় পত্রিকায় রাজনীতি বিষয়ে প্রবন্ধ লিখেছেন। টুইটারে রাজনীতি বিষয়ে মন্তব্য লিখেছেন। যা তাবলীগের মৌলিক নীতি অনুসরণ করে না।’
তিনি বলেন, ‘ওয়াসিফুল ইসলাম তাবলিগের শুরা (কার্য পরিষদ) সদস্য পরিচয় বহাল রেখেই চাঁদাবাজি ও রাজনীতি করে যাচ্ছেন। তিনি রাজনীতিতে অংশ নেওয়ার কারণে বিপুল সংখ্যক তাবলিগ সাথীদের সমর্থন পাচ্ছেন, যা তাবলিগের মূলনীতির পরিপন্থি। এতে যারা বাধা দিচ্ছেন তাদের জেএমবির সদস্য বলে পুলিশের কাছে সোর্পদ করা হচ্ছে।’
ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে ওয়াসিফুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ এনে কাকরাইল মসজিদে লিফলেট বিতরণ করেছেন তাবলিগের অন্য সাথীরা। তখন দুই দফায় ৪৭ জনকে মসজিদের ভেতরে আটকে রেখে মারধর করে রমনা থানা পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ৫৪ ধারায় আটক করে জেলে প্রেরণ করে।
রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৫/কামাল/বকুল