জাতীয়

বিজিবি-পুলিশ প্রহরায় ৭০০ গাড়ি চলাচল

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সাত শতাধিক বাস-ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করেছে।

 

বৃহস্পতিবার রাতে বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, বিজিবি এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত প্রহরায় গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত শতাধিক যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপদে গমনাগমন করেছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে ঢাকায় ৩৪৭টি, যশোর ও সাতক্ষীরা থেকে আরিচা হয়ে ঢাকায় ২৪৯টি এবং চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এবং রাজশাহী ও বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ১১৮টি বাস ও ট্রাক বিভিন্ন গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।

 

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাবেষ্টিত যানবাহনের বহরের সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে আরো যানবাহন বিভিন্ন স্থানে যাতায়াত করেছে বলেও জানা গেছে।

     

রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৫/বাপ্পা/সাইফুল