জাতীয়

বিজিবি-পুলিশ-র‌্যাবের প্রহরায় ৩২ হাজার যান চলাচল

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৩২ হাজারেরও অধিক বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান যাতায়াত করেছে।

 

রোববার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি-পুলিশ-র‌্যাবের নিরাপত্তা প্রহরায় দেশের বিভিন্ন স্থানে আনুমানিক ৩২ হাজার ৪১৭ টি বাস/ট্রাক/কাভার্ড ভ্যান যাতায়াত করেছে।

 

তিনি আরো জানান, বাস/ট্রাক/কাভার্ড ভ্যান ছাড়াও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি-পুলিশ-র‌্যাবের নিরাপত্তা প্রহরায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩০ টি তেলবাহী ট্যাংকার চলাচল করেছে।

 

এ ছাড়াও বিজিবির নিরাপত্তায় যানবাহন চলাচলকালীন পথিমধ্যে বিপুল সংখ্যক বাস ও পণ্যবাহী গাড়ি নিরাপত্তা বহরের সঙ্গে যুক্ত হয়ে নিজ নিজ গন্তব্যস্থলে চলাচল করেছে।

     

রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৫/বাপ্পা/রণজিৎ