জাতীয়

দেশে প্রতিবন্ধী ১৮৩৪৫৬ জন

সংসদ প্রতিবেদক : দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ১৮ লাখ তিন হাজার ৪৫৬। বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের ১৫তম কার্যদিবসে সংসদ সদস্য মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী জানান, ২০১২-২০১৩ অর্থবছর থেকে দেশজুড়ে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত জরিপকৃত প্রতিবন্ধীর সংখ্যা ১৮ লাখ তিন হাজার ৪৫৬ জন। এর মধ্যে চিকিৎসক কর্তৃক সনাক্তকৃত প্রতিবন্ধী ১৪ লাখ ৫৫ হাজার ২০৫ জন।প্রতিবন্ধীদের সংগৃহীত তথ্য জিজঅ্যাবিলিটি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যারে (ডিআইএস) এন্ট্রি করা হচ্ছে।এ কার্যক্রম সম্পন্ন হলে শিশুসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীর সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হবে।

     

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৫/এনআর/রফিক