জাতীয়

স্বাধীনতা দিবসে সমরাস্ত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুরু হয়েছে সমরাস্ত্র প্রদর্শনী। প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শন করা হচ্ছে।

 

আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে রাজধানীর পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কোয়ারে রোববার থেকে শুরু হয় এ সমরাস্ত্র প্রদর্শনী। প্রদর্শনীটি আগামী ৩১ মার্চ আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার কথা রয়েছে।

 

প্রদর্শনীতে সেনাবাহিনীর স্টল রয়েছে ৩৪টি। এসব স্টলের মধ্যে রয়েছে গোলন্দাজ, পদাতিক, ইঞ্জিনিয়ার্স, কমান্ডো, সিগনাল, ফিল্ড অ্যাম্বুলেন্স, ২৪ পদাতিক ডিভিশন স্টল ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি স্টল।

 

নৌবাহিনীর স্টলে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ বানৌজা ‘বঙ্গবন্ধু’ এর একটি মডেল। নৌবাহিনীর পোশাক পরিহিত সদস্যদের মডেল। নৌবাহিনীর ব্যবহৃত বিভিন্ন নেভিগেশনাল ইকুইপমেন্ট, পানির নিচে ও পানির ওপরের ইকুইপমেন্ট, বাহিনীতে ব্যবহৃত গান ও ক্ষেপণাস্ত্রের মডেল ।

 

এ ছাড়া বিমানবাহিনীর স্টলে রাখা হয়েছে যুদ্ধ বিমানের মডেল, রাডার এবং আবহাওয়া সংক্রান্ত যন্ত্রপাতি।

       

রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৫/বাপ্পা/বকুল