জাতীয়

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবস পালিত হচ্ছে

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।

 

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল-ফেরদৌস, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কার সিদ্দিক, সোহেল রেজা, জেলা আত্তয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগার আলী, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান, সাধারণ সম্পাদক আল-মামুন সাগর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাছিম উদ্দিন আহম্মেদ, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সামাজিক সংগঠন পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

অপরদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।

 

উপাচার্যের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এ সময় লাখো শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। পরে শহরের মজমপুরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

 

এ ছাড়া জেলার ছয় উপজেলা প্রশাসন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

   

রাইজিংবিডি/কুষ্টিয়া/২৬ মার্চ ২০১৫/কাঞ্চন কুমার/রণজিৎ