জাতীয় ক্রিকেট লিগ ২০১৮-২০১৯

নাজমুল-মিজানুরের পর জুনায়েদের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক: রংপুরের বিপক্ষে ব্যাট করতে নেমে গতকাল দ্বিতীয় দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান। তাদের পর ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে আজ তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন রাজশাহী বিভাগের আরেক ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহীর মুখোমুখি হয়েছে রংপুর বিভাগ। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় রংপুর বিভাগ ১৫১ রান করেছিল। জবাবে তিন সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ৫৮৯ রানে আজ ইনিংস ঘোষণা করেছে রাজশাহী।

জুনায়েদের ব্যক্তিগত ১০০ রানের পর ইনিংস ঘোষণা করে রাজশাহী বিভাগ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা জুনায়েদের ১৪তম সেঞ্চুরি। ১৯৯ বলে ৬ ছক্কায় শতরান পূরণ করেন তিনি। রাজশাহীতে তিন সেঞ্চুরি ছাড়াও ফরহাদ হোসেন ৬২ ও অধিনায়ক জহিরুল ইলাম অমি ৫৫ রান করেন। তাদের এমন ব্যাটিং পারফরম্যান্সে প্রথম ইনিংসেই সাড়ে পাঁচশত ছাড়ায় রাজশাহীর সংগ্রহ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে রাজশাহীর চেয়ে ৪৩৮ রানে পিছিয়ে রংপুর বিভাগ। রাইজিংবিডি/ঢাকা/১০ অক্টোবর ২০১৮/শামীম