জাতীয় ক্রিকেট লিগ ২০১৮-২০১৯

ঢাকা মেট্রোকে টানলেন জাবিদ-শরীফউল্লাহ

ক্রীড়া ডেস্ক : টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় বিপাকে পড়েছিল ঢাকা মেট্রো। সেখান থেকে দলকে টানলেন জাবিদ হোসেন ও শরীফউল্লাহ। শরীফউল্লাহ ফিফটির কাছে গিয়ে ফিরলেও জাবিদ আছেন সেঞ্চুরির পথে। ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিনের ৯০ ওভারে ঢাকা মেট্রো ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৬৬ রান। জাবিদ ৭৯ ও তাসকিন আহমেদ ২১ রানে অপরাজিত আছেন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সোমবার সকালে টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল চট্টগ্রাম। ব্যাটিংয়ে ঢাকা মেট্রোর শুরুটা হয়নি ভালো। দলীয় ২৮ রানেই হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরে যান মোহাম্মদ নাঈম (৯)। দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটিতে দলকে এগিয়ে নেন সাদমান ইসলাম ও শামসুর রহমান। হাসানের বলে সাদমানের বিদায়ে ভাঙে এ জুটি। প্রথম দুই রাউন্ডে একটি করে ইনিংসে ১৫৭ ও ১৮৯ রান করা সাদমান এবার করেন ৩৬। চার ও পাঁচ নম্বরে নামা মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন জুনিয়র ফিরেছেন দ্রতই। মুমিনুল হকের থ্রোয়ে আশরাফুল হয়েছেন রান আউট। নাঈম হাসানের বলে ইয়াসির আলীকে ক্যাচ দিয়েছেন মেহরাব। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। তখন ৯৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে ঢাকা মেট্রো। এক ওভার পর আরো বড় ধাক্কা খায় তারা। ফিফটি করার পর চোট নিয়ে মাঠ ছেড়ে যান শামসুর (৫০)। আর সৈকত আলী যখন ১০ রান করে ফিরলেন, ১৪২ রানে ৫ উইকেট হারিয়ে বিষণ বিপদে মেট্রো। এরপরই জাবিদ-শরীফউল্লাহর প্রতিরোধ। দুজন মিলিয়ে দলের স্কোর পার করেন দুইশ। শরীফউল্লাহ ৫ রানের জন্য ফিফটি পাননি। ৫৭ বলে ৫ চার ও এক ছক্কায় ৪৫ রান করা শরীফউল্লাহকে ফিরিয়ে ৭৪ রানের ষষ্ঠ উইকেট জুটি ভাঙেন শাখাওয়াত হোসেন। তাসকিনকে নিয়ে দিনের বাকি সময়টা পার করে দেন জাবিদ। দুজন সপ্তম উইকেটে ৫০ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন। জাবিদ আছেন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির অপেক্ষায়। প্রথম দিন চট্টগ্রামের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও শাখাওয়াত হোসেন। নাঈম হাসান পেয়েছেন একটি উইকেট। রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৮/পরাগ