জাতীয় ক্রিকেট লিগ ২০১৮-২০১৯

বরিশাল ও কক্সবাজারে বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় দিনও

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে বরিশাল ও কক্সবাজারের মাঠে দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টিতে পণ্ড হয়েছে। ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও একটি বল খেলা হয়নি। ৯ বছর পর বরিশালের মাঠে ফিরেছে জাতীয় লিগ। কিন্তু শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রথম স্তরে বরিশাল ও রাজশাহীর ম্যাচে প্রথম দুই দিনে টসই হয়নি। আজ দুপুর ২টায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। একই অবস্থা কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও। দ্বিতীয় স্তরে ঢাকা বিভাগ ও সিলেটের এই ম্যাচেও প্রথম দুই দিনে টস হয়নি। আজ টানা দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়ে গেছে। দেশের অন্য দুই ভেন্যুতে অবশ্য প্রথম দিন থেকেই খেলা হচ্ছে। খুলনায় প্রথম স্তরের ম্যাচে লড়ছে খুলনা ও রংপুর, বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে খেলছে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম। রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/পরাগ