জাতীয় ক্রিকেট লিগ ২০১৮-২০১৯

তৃতীয় দিনের খেলা শুরু

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে রংপুরের মুখোমুখি হয়েছে খুলনা। প্রথম ইনিংসে খুলনার ৩০৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২০০ রান। সোহরাওয়ার্দী শুভ ৪৭ ও তানভীর হায়দার ৫ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছেন। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রথম স্তরে বরিশাল ও রাজশাহীর ম্যাচে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুই দিনে টসই হয়নি। আজ তৃতীয় দিনে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজশাহী। প্রথম দুই তিন পণ্ড হওয়ায় আজ ত্রিশ মিনিট এগিয়ে সকাল ৯টায় শুরু হয়েছে খেলা। দ্বিতীয় স্তরের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লড়ছে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম। প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর ২৮৭ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৮৭। তাসামুল হক ৮১ ও মেহেদী হাসান রানা ১৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছেন। কক্সবাজারে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ঢাকা বিভাগ ও সিলেটের ম্যাচে ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুই দিনে একটি বলও খেলা হয়নি। হয়নি টসও। তৃতীয় দিনেও নির্ধারিত সময়ে এই ম্যাচের খেলা শুরু করা যায়নি। রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/পরাগ