জাতীয় ক্রিকেট লিগ ২০১৮-২০১৯

জাকির-রাজিনের ব্যাটে সিলেটের দাপট

ক্রীড়া প্রতিবেদক : অবশেষে কক্সবাজার স্টেডিয়ামে শুরু হল ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ। তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে মাঠে গড়াল প্রথম বল। এর আগে বৃষ্টি এবং আউটফিল্ড ভেজা থাকায় প্রথম দুদিনের খেলা পরিত্যক্ত হয়।  তৃতীয় রাউন্ডে এ মাঠে মুখোমুখি হয়েছে সিলেট ও ঢাকা বিভাগ। টস হেরে ব্যাটিং করতে নেমে আজ সিলেট প্রথম ইনিংসে ভালো শুরু করেছে। ২ উইকেট হারিয়ে তুলেছে ২২৯ রান।  জাকির হাসান ৮৪ ও রাজিন সালেহ ৬৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করেন ইমতিয়াজ হোসেন ও তৌফিক খান। প্রথম সেশন শেষ হবার ঠিক আগে এ জুটি ভাঙেন তাইবুর রহমান। বাঁহাতি স্পিনারের বলে ৩৫ রানে আউট হন তৌফিক খান। বিরতির পর সাজঘরের পথ ধরেন অধিনায়ক ইমতিয়াজ। শুভাগত হোমের বলে ৪১ রানে ক্যাচ দেন শাহাদাতের হাতে। এরপর সিলেট বিভাগের ব্যাটিংয়ে আর কোনো আঘাত করতে পারেননি শাহাদাত, রুবেল, শুভাগত হোমরা।  জাকির হাসান ও রাজিন সালেহ অবিচ্ছিন্ন ১৪৭ রানের জুটি গড়ে দিন  শেষ করেছেন।  প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে সপ্তম হাফ সেঞ্চুরি তুলে জাকির ৮৪ রানে অপরাজিত আছেন। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির অপেক্ষায় উইকেটরক্ষক ব্যাটসম্যান। রাজিন ৪২তম হাফ সেঞ্চুরি তুলে অপরাজিত ৬৪ রানে। শেষ দিনে তাদের ব্যাট থেকে সেঞ্চুরির প্রত্যাশায় থাকবে সিলেট বিভাগ। রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/ইয়াসিন