জাতীয় ক্রিকেট লিগ ২০১৮-২০১৯

বগুড়ায় নাইমের ৬ উইকেট

ক্রীড়া প্রতিবেদক : বুধবার তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছিল ঢাকা মেট্রো। তাদের যে ৬টি উইকেটের পতন ঘটেছিল, তার ৫টিই নিয়েছিলেন চট্টগ্রাম বিভাগের নাইম হাসান। আজ বৃহস্পতিবার ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। আজ তাদের যে উইকেটটি পড়েছে সেটিও নিয়েছেন নাইম। ৪৪ ওভার বল করে ৭ মেডেনসহ ১১৯ রান দিয়ে ৬টি উইকেট নেন তিনি। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ৮৪ রান দিয়ে এক ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। আজ সেটাকে ছাড়িয়ে ১১৯ রান দিয়ে নিলেন ৬ উইকেট। তার বোলিং তোপে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৫৪ রানেই ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। নাইমের শিকারে পরিণত হয়েছেন মোহাম্মদ নাইম (৬), মোহাম্মদ আশরাফুল (২৩), মেহরাব হোসেন জুনিয়র (২৬), সৈকত আলী (৪০), শামসুর রহমান (৫২) ও জাবিত হোসেন। ১২টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/আমিনুল