জাতীয় ক্রিকেট লিগ ২০১৮-২০১৯

রংপুরে শুরু হচ্ছে জাতীয় লিগের চতুর্থ রাউন্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে সোমবার অনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড শুরু হবে। রোববার দুপুরে রংপুর স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। ওয়ালটন গ্রুপ জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর হিসেবে রয়েছে। বিসিবি পরিচালক বলেন, সোমবার সকাল সাড়ে ৮টায় রংপুর ক্রিকেট গার্ডেনে বরিশাল ও রংপুরের চার দিনের ম্যাচের মধ্য দিয়ে এ অঞ্চলে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে। জাতীয় এই লিগের উদ্বোধন করবেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ প্রমুখ। সংবাদ সম্মেলেনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচার কমিটির আহ্বায়ক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য মেরিনা লাভলী, সহ-সভাপতি মঞ্জুরুল আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোয়াজ্জেম হোসেন লাভলু, রফিকুল ইসলাম আলম প্রমুখ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ১ নভেম্বর পর্যন্ত রংপুরে চতুর্থ রাউন্ডের খেলা চলবে। রাইজিংবিডি/রংপুর/২১ অক্টোবর ২০১৮/নজরুল মৃধা/বকুল