জাতীয় ক্রিকেট লিগ ২০১৮-২০১৯

কক্সবাজারে হ্যাটট্রিকসহ ৫ উইকেট এনামুলের

ক্রীড়া ডেস্ক: ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগে ষষ্ঠ রাউন্ডে দুর্দান্ত এক হ্যাটট্রিকসহ ৫ উইকেট পেয়েছেন এনামুল হক জুনিয়র। দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে সিলেটের হয়ে ৫ উইকেট নেন তিনি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে সিলেট ও ঢাকা বিভাগ। বল হাতে সিলেটের হয়ে গতকালই দুই উইকেট নেন এনামুল হক জুনিয়র। আজ দুর্দান্ত এক হ্যাটট্রিকে পাঁচ উইকেট পূরণ করে তিনি। ঢাকা বিভাগের ইনিংসের ৭৬তম ওভারের চতুর্থ বলে তাইবুর রহমানকে সরাসরি বোল্ড করেন এনামুল। তার পরের বলে জাকের আলীর হাতে ধরা পড়েন ঢাকার ব্যাটসম্যান আবদুল মজিদ। ফলে গতকালের করা ১০৪ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় তাকে। ওভারের শেষ বলে নাজমুল হাসান মিলনকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন এনামুল। সেই সঙ্গে পাঁচ উইকেট পূর্ণ হয় তার। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার রেকর্ড এনামুলের। এবার কক্সবাজারে আরেকবার ৫ উইকেট নিয়ে সংখ্যাটিকে ৩৪ এ নিয়ে গেছেন ৩১ বছর বয়সি বাঁহাতি এ স্পিনার। রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৮/শামীম