জাতীয় ক্রিকেট লিগ ২০১৮-২০১৯

জয় দেখছে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে বরিশালের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে রাজশাহী বিভাগ। প্রথম স্তরের এই ম্যাচে ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ২ উইকেটে ১৮২ রান। জয়ের জন্য শেষ দিনে তাদের দরকার আর ১০২ রান, হাতে ৮ উইকেট। এই ম্যাচ জিতলে শিরোপাও নিশ্চিত হবে রাজশাহীর।  বুধবার তৃতীয় দিন শেষে জুনায়েদ সিদ্দিক ৬৫ ও জহুরুল ইসলাম ২৫ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন এই দুজন। রাজশাহীতে দ্বিতীয় ইনিংসে আগের দিনের ৬ উইকেটে ২৪৬ রান নিয়ে বুধবার তৃতীয় দিন শুরু করেছিল বরিশাল। বাকি ৪ উইকেটে এদিন আর ১০০ রান যোগ করে ৩৪৬ রানে অলআউট হয়ে যায় তারা। ৪ রান নিয়ে দিন শুরু করা শামসুর ইসলাম করেন ৫৬ রান। তানভীর ইসলাম ৩২ ও কামরুল ইসলাম রাব্বী করেন ১৫ রান। ৫৯ রানে ৪ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার ফরহাদ রেজা। ৯৪ রানে ৩ উইকেট নেন মোহর শেখ। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ১৬৩ রানের লিড পাওয়ায় রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৪ রান। লক্ষ্য তাড়ায় দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার মিজানুর রহমান ও সাব্বির রহমান। মিজানুর ৩০ রান করে ফিরলে ভাঙে ৬৭ রানের উদ্বোধনী জুটি। সাব্বির অবশ্য এক রানের জন্য ফিফটি পাননি। ৯৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৯ রানের ইনিংসটি সাজান তিনি। দলীয় ১০৩ রানে সাব্বিরের বিদায়ের পর বাকি দিনটা কাটিয়ে দেন জুনায়েদ ও জহুরুল। এর মাঝের জুনায়েদ তুলে নেন ফিফটি। প্রথম ইনিংসে ৭৮ রানে আউট হওয়া জুনায়েদের সামনে আরো একবার সেঞ্চুরির সুযোগ। সংক্ষিপ্ত স্কোর বরিশাল ১ম ইনিংস ৯৭: ও ২য় ইনিংস: ৩৪৬ রাজশাহী ১ম ইনিংস: ১৬০ ও ২য় ইনিংস: ১৮২/২ (লক্ষ্য ২৮৪)। রাইজিংবিডি/ঢাকা/৭  নভেম্বর ২০১৮/পরাগ