জাতীয় ক্রিকেট লিগ ২০১৯-২০

খুলনায় প্রথম ম্যাচ খেলছেন না মুস্তাফিজও

মেহেদী হাসান মিরাজের পর এবার জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড থেকে নাম প্রত্যাহার করে নেওয়া হলো মুস্তাফিজুর রহমানেরও।

বুধবার খুলনায় দলের সাথে অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল এই পেসারের। এ জন্য মঙ্গলবারই ঢাকা থেকে যশোরের বিমান ধরার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে ফিজিও’র পরামর্শে প্রথম ম্যাচের জন্য বিশ্রামে রাখা হয়েছে তাকে।

মুস্তাফিজের পরিবর্তে খুলনা দলে নেওয়া হয়েছে আরেক তরুণ পেসার মোহাম্মদ রনিকে। এর আগে শেষ মুহূর্তে খুলনা দল থেকে প্রথম ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল মিরাজকে।

খুলনা বিভাগীয় দলের সহকারি কোচ মনোয়ার আলী মনু বলেন, সৌম্য সরকারের সাথে একসাথে মঙ্গলবার ঢাকা থেকে বিমানে ওঠার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু শেষ মুহূর্তে ফিজিও’র পরামর্শে প্রথম ম্যাচ থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আশা করছি দ্বিতীয় ম্যাচে তাকে আমরা পাব।

বৃহস্পতিবার পর্দা উঠছে ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের। খুলনায় নিজেদের প্রথম ম্যাচে রংপুর বিভাগের মুখোমুখি হবে খুলনা বিভাগ।

প্রথম ম্যাচের জন্য খুলনা বিভাগীয় দল

ইমরুল কায়েস, সৌম্য সরকার, মঈনুল ইসলাম সোহেল, তুষার ইমরান, নাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, ইমরানুজ্জামান, মোঃ রনি, রুবেল হোসেন ও আল আমিন হোসেন। ঢাকা/রুবেল/শামীম