শিক্ষা

দিরাই উচ্চ বিদ্যালয়ের দুদিনব্যাপী শতবর্ষ উদযাপন উৎসব

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ঐতিহ্যবাহী দিরাই উচ্চ বিদ্যালয়ের দুদিনব্যাপী শতবর্ষ উদযাপন উৎসব শুরু হয়েছে। রোববার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উৎসবের শতবর্ষ স্মারকস্তম্ভ উদ্বোধন করে উৎসবের সূচনা করেন।

 

উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাক্তন ছাত্ররা এসে জড়ো হয়েছেন। মিলনমেলায় মেতে উঠেছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষা ছাড়া সমাজ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই নুতন প্রজন্মের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আরও মনোযোগী হবে এটাই তাদের কাছে প্রত্যাশা।’

 

বিশেষ অথিতির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘উত্তর বঙ্গে আগে মঙ্গা হতো। এখন মঙ্গা শব্দটি অভিধানে স্থান পেয়েছে, বাস্তবে নেই।’

 

তিনি আরো বলেন, ‘এদেশে কিছু মানুষ আছে, যারা স্বাধীনতা চায়নি। তারা মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে। যারা রাজনীতির সঙ্গে জড়িত নয়, একবারে সাধারণ মানুষ তাদের পুড়িয়ে হত্যা করে তাদের উদ্দেশ্য কি হতে পারে? বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করতে চায়, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে  প্রতিহত করতে হবে।’

 

আইন বিচার ও সংসদ বিষয়ক কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সুনামগঞ্জবাসী শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাই সুনামগঞ্জের শিক্ষার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দয়া ভিক্ষা অনুগ্রহ চাই না, শিক্ষা আমাদের অধিকার এ অধিকার নিশ্চিত করতে জেলার প্রতিটি গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে।’  

 

শতবর্ষ উদযাপন উপলক্ষে দিরাই বিএডিসি মাঠে বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান, সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, শামছুন নাহার রাব্বানী শাহানা, প্রাক্তন সাংসদ মতিউর রহমান, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমন প্রমুখ।

 

রোববার রাতে  কুদ্দুস বয়াতি, শিল্পী মমতাজ বেগমসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। আগামীকাল সোমবার দুই দিনব্যাপী এই উৎসব শেষ হবে।

     

রাইজিংবিডি/সুনামগঞ্জ/২৯ মার্চ ২০১৫/হিমাদ্রি শেখর ভদ্র/সনি