মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর থানা পুলিশ শনিবার দুপুরে সদর উপজেলার ফুলবাড়ি-লক্ষ্মীকোল গ্রামে অভিযান চালিয়ে ১০টি পেট্রোল বোমা, সাতটি ককটেল ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
বিএনপি কর্মী আবুজার ডাক্তারের বাড়ির পাশে একটি খড়ের গাদা থেকে পরিত্যক্ত এ বোমা ও অস্ত্র উদ্ধার হয়। তবে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান মুন্সি রাইজিংবিডিকে জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ লক্ষ্মিকোল গ্রামে একটি খড়ের গাদায় তল্লাশি চালিয়ে ১০টি পেট্রোল বোমা, সাতটি ককটেল ও দেশী তৈরি একটি এলজি উদ্ধার করে।
পেট্রোল বোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ায় অহেতুক হয়রানির জন্য কাউকে আটক করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাইজিংবিডি/মাগুরা/ ১৮ এপ্রিল ২০১৫/মো. আনোয়ার হোসেন শাহীন/রণজিৎ