বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বৃষ্টিতে ভিজে যেতে পারে মোবাইল ফোন। কিংবা অসাবধানতা বশত পানিতে পড়ে বা মোবাইলের ওপর চা-কফিও দুর্ঘটনাবশত পড়ে যেতে পারে। এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না দিলে মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত।
কোনো কারণে মোবাইল পানিতে ভিজে গেলে তাৎক্ষণিকভাবে করণীয় পাঁচটি বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
১. পানিতে স্মার্টফোন পড়ে গেলে, ফোনটি তুলেই কোনো কিছু পরীক্ষা করার চেষ্টা না করে আগে সুইচড অফ করুন। কারণ পানি পড়লেও ফোন বন্ধ হয় না। ফলে ভেতরে শর্ট সার্কিট হয়ে যায়। যাবতীয় ডাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পানি থেকে তুলেই স্মার্টফোন সুইচড অফ করে দিলে আর ডাটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।
২. ফোনের ভেতরের সবকিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমোরি কার্ড খুলে ফেলুন দ্রুত। ফোনের খোলা অংশগুলো একটি শুকনো কাপড়ে মুছে কাপড়ে মুড়ে রেখে দিন।
৩. পানি মোছার পর ফোনটিকে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। যাতে হেডফোন জ্যাক, চার্জিং পোর্টে একটুও পানি জমে না থাকে। শুকনো কাপড়ে মুছে একটি টিস্যু পেপার দিয়ে আরেকবার মুছে নিন।
৪. পানি মোছার পর বাড়িতে টিনে বা বস্তায় চালের মধ্যে ফোনটিকে কিছুক্ষণ রাখুন। বা সিলিকা জেল থাকলেও ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে একটুও পানি থাকলে তা শুকিয়ে যায়।
৫. চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে। স্মার্টফোন পানিতে পড়লে এই পাঁচটি উপায়ে সহজেই আপনার ফোন পুনরায় কাজ করা শুরু করে দেবে।
রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৫/ফিরোজ