অর্থনীতি

মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ হচ্ছে

বিশেষ প্রতিবেদক : যেসব মুক্তিযোদ্ধার বয়স ৬৫ বছর ও তার বেশি তাদের মাসিক ভাতা দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

আগে মুক্তিযোদ্ধারা প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পেতেন। নতুন বাজেটে তা বাড়িয়ে ১০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন তিনি।

 

অর্থমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে আমরা নানামুখী কার্যক্রম পরিচালনা করছি। বর্তমানে সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা, চিকিৎসা ও পেনশন প্রদান, সরকারি প্রতিষ্ঠানে চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির  ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য কোটা সংরক্ষণ, খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভিআইপি কার্ড দেওয়াসহ বিভিন্ন সুবিধা দিচ্ছে। এছাড়া বদ্ধভূমি ও গণকবর সংরক্ষণ এবং উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারে বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাঠশালা নির্মাণ করা হচ্ছে। যেসব মুক্তিযোদ্ধা ৬৫ বছর অতিক্রম করেছেন তাদের সবার মাসিক ভাতা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করছি।

       

রাইজিংবিডি/ঢাকা/৪ জুন ২০১৫/হাসনাত/নওশের