জাতীয়

খাদ্যে ভেজালে জড়িতদের ফাঁসি চান রওশন

নিজস্ব প্রতিবেদক :  খাদ্যে ভেজাল ও ফরমালিন মেশানোর সঙ্গে জড়িতদের ফাঁসি চান বিরোধীদলের নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, ফাঁসির বিধান কার্যকর করা হলে খাদ্যে ভেজাল রোধ সম্ভব এবং ফরমালিন মেশানো বন্ধ হবে।

 

জাতীয় সংসদ ভবনের সেমিনার রুমে সোমবার দুপুরে বিরোধীদলের সঙ্গে বিশিষ্ট নাগরিকদের মতবিনিময় সভায় বিরোধীনেতা একথা বলেন। এর আগে একাধিকবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও ভেজাল রোধে ফাঁসির বিধান কার্যকর করার দাবি জানিয়েছিলেন।

 

রওশন এরশাদ বলেন, দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে খাদ্যে ভেজাল প্রতিরোধে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন প্রণয়ন করেছিলেন। এই আইন এখন বাস্তবায়নের সময় এসেছে। আর এটি প্রধানমন্ত্রী চাইলেই সম্ভব।

 

অতিরিক্ত ফরমালিন আমদানির বিষয়ে প্রশ্ন তুলে বিরোধীনেতা বলেন, ২০১৩ সালে দেশে ১৭ হাজার টন ফরমালিন আমদানি হয়েছে। এতো ফরমালিন তো আমাদের গবেষণার কাজে লাগার কথা নয়। তাহলে এই ফরমালিন কোথায় গেল? হয়তো  আমাদের পেটেই এই ফরমালিন গেছে।

 

তিনি বলেন, সামনে রমজান মাস। যারা খাদ্যে ও ফল-মূলে ফরমালিন মিশিয়ে ভেজাল করছে তাদের খুঁজে বের করতে হবে।

 

তা ছাড়া এই মাসে রাস্তায় ছোট ছোট দোকান বানিয়ে অনেকে ভেজাল খাবার বিক্রি করে। এসব ভেজাল খাবার সরবরাহকারী দোকানগুলো বন্ধ করতে হবে।

 

বিরোধীনেতার আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জানিপপের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ।

 

জাতীয় পার্টির সংসদ সদস্যদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, বিরোধীদলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম, হুইপ নুরুল ইসলাম ওমর।

       

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৫/নঈমুদ্দিন/দিলারা