অর্থনৈতিক প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫ । তিন দিনব্যাপী এই মেলার প্রথম দিন সোমবার দর্শনার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। তবে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটনের প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।ওয়ালটনের সব স্মার্টফোন মেলায় সারা ফেলেছে। মেলা উপলক্ষে ওয়ালটনের স্মার্টফোনে চলছে বিশেষ ছাড়। এ ছাড়া মেলায় ওয়ালটনের এলইডি টিভি ও হোম অ্যাপ্লায়েন্সের পণ্যের প্রতি দর্শনার্থীদের আগ্রহ ছিল বেশ। ওয়ালটনের স্টল ইনচার্জ শফিকুল আলম রাইজিংবিডিকে জানান, নিত্য নতুন স্মার্টফোন সাশ্রয়ী দামে গ্রাহকদের হাতে তুলে দিতে বাজারে বরাবরই এগিয়ে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। তারই ধারাবাহিকতায় ওয়ালটন এ মেলায় বাজারে এনেছে আরো একটি নতুন মডেলের স্মার্টফোন ‘প্রিমো আরএক্স ৩’।তিনি জানান, স্লিম ও আকর্ষণীয় ডিজাইনের এই স্মার্টফোনটি মেটাল বডির। ফলে মজবুত ও টেকসই। অত্যাধুনিক এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে ১.৭ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর।
রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৫/নিয়াজ/রফিক/কমল কর্মকার