অন্য দুনিয়া

যশোরে শিবিরকর্মীসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, যশোর : নাশকতা সৃষ্টির আশঙ্কায় যশোর কোতোয়ালি থানা পুলিশ জেলা শিবিরের সেক্রেটারিসহ তিন নেতাকে আটক করেছে। এ ছাড়া অস্ত্র বেচাকেনার সময় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাস আলী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় যশোর শহরের ঈদগাহ মোড়ে ফোকাস কোচিং সেন্টারে গোপন মিটিং করার সময় তিন জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- জেলা শিবিরের সেক্রেটারি আবু সালেহ ওবাইদুল্লাহ, ফোকাস কোচিং সেন্টারের পরিচালক বিল্লাল হোসেন ও সহকারি পরিচালক খন্দকার আসাদুজ্জামান রোমেল। আগামীকাল মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির করা হতে পারে।

 

এর আগে সকালে যশোর কোতয়ালী পুলিশ সদর উপজেলার তেঁতুলিয়া পশ্চিমপাড়া থেকে অস্ত্রসহ একজনকে এবং রোববার রাতে র‌্যাব মনিরামপুর থেকে অস্ত্রসহ অপর একজনকে আটক করে। এ ব্যাপারে কোতয়ালী থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।

     

রাইজিংবিডি/যশোর/১৫ জুন ২০১৫/সাকিরুল কবীর/সনি