খেলাধুলা

মেসিকে নিয়ে মালদিনির ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে গত মৌসুমে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জিতেছে বার্সেলোনা। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ সব আসরেই নিজের সেরাটা প্রমাণ দিচ্ছেন ২৮ বছর বয়সী তারকা। আর মেসি নৈপুণ্যে ভর করে রীতিমত উড়ছে কাতালান ক্লাবটিও। তাই মেসি এবং বার্সেলোনা সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ইতালিয়ান কিংবদন্তী পাওলো মালদিনি।

 

সর্বশেষ জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের স্বপ্নের ট্রফিটা শোকেসে পুড়েছে বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজদের থেকে সেরা নির্যাসটা বেড় করে বার্সাকে নিজের প্রথম মৌসুমেই ট্রেবল জিতিয়েছেন লুইস এনরিকে। কোচের চেয়ারে বসে ২০০৯ সালে যেমনটা করেছিলেন পেপ গার্দিওলাও। কাতালনদের এই সাফল্যের এই মূলে ওই সময়ে ছিলেন চারবারের ব্যালন ডি’অরজয়ী  তারকা মেসি।

 

মেসির সঙ্গে দলের অন্য তারকাদের বোঝপড়ায় ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে বার্সেলোনা। বিশ্বের অন্যতম সেরা প্রতিপক্ষদেও তারা উড়িয়ে দিতে পারেন মুড়ি-মুড়কির মতো। আর তাই মেসি এবং বার্সা সব রেকর্ডকে ছাড়িয়ে যাবেন এমনটাই বিশ্বাস মালদানির, ‘মেসি, নেইমার এবং সুয়ারেজরা বিস্ময়কর এবং পরিসংখ্যান তাদের পক্ষেই কথা বলছে। ইতোমধ্যেই ইতিহাস গড়েছে বার্সা এবং এই দলটি সব রেকর্ড ভেঙ্গে দিবে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/ ৩০জুন ২০১৫/শামীম/আমিনুল