খেলাধুলা

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবার শীর্ষে রাকিব-পরাগ

ক্রীড়া প্রতিবেদক : দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’।

 

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও লিওনাইনের ফিদে মেহেদী হাসান পরাগ পূর্ণ ৫ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। লিওনাইন চেস ক্লাবের উতেন সাড়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছন।

 

মঙ্গলবার দাবা কক্ষে পঞ্চম রাউন্ডের খেলায় রাকিব গোলাম মোস্তফা ভূঁইয়াকে, পরাগ রবিউল ভূঁইয়াকে, উতেন মুকিতুল ইসলাম রিপনকে হারান। ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ সায়মন সিদ্দীকুর রহমানকে, মাহতাবউদ্দিন আনিসুজ্জামান মল্লিককে, ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীন মো. আব্দুর রইফকে, আনিসুজ্জামান জুয়েল মো. জাকারিয়াকে, মোহাম্মদ এনায়েত হোসেন মো. জাকারিয়াকে, মো. সাগর অনতা চৌধুরীকে, আব্দুল মোমিন শাহজাহান কবীরকে, সিরাজুল কবীর আমাদুল কবীরকে, গোলাম রসুল ভূঁইয়া জামাল উদ্দিনকে, মুজিবুর রহমান মোহাম্মদ হাসানকে, অভিক সরকার আতাইর রহমানকে, মতিউর রহমান মামুন মীর হোসেন ইমামকে এবং অভিজিৎ বড়ুয়া ফিরোজ আহমেদকে পরাজিত করেন।

 

আব্দুল্লাহ আল সাইফ ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সাথে ড্র করেন। আগামীকাল বুধবার বেলা আড়াইটা হতে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।

   

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৫/আমিনুল