ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় টেস্ট ম্যাচে কুমার সাঙ্গাকারাকে দলে পাচ্ছে না শ্রীলংকা। শুক্রবার পাল্লেকেলেতে অনুষ্ঠিত নিজেদের শেষ ম্যাচে তার পরিবর্তে খেলবেন উপল থারাঙ্গা। ইংলিশ কাউন্টি দল সারে’র সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে দেশের জার্সিতে এই ম্যাচে খেলতে পারবেন না লঙ্কান উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। শুক্রবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামবে লঙ্কানরা। চুক্তির কারণে আগস্টে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টিতেও খেলতে পারবেন না সাঙ্গাকারা। আর তার অনপুস্থিতে কপাল খুলেছে থারাঙ্গার।
গতবছর কলম্বোতেই পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন থারাঙ্গা। যেখানে তিনি ৯২ এবং ৪৫ রান করতে সক্ষম হয়েছিলেন। ২০১৪ সালে দিমুথ করুনারত্বের নিকট অবস্থান হারিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়েছিলেন তিনি। অভিজ্ঞ ব্যাটসম্যান সাঙ্গাকারার অনপুস্থিতে থারাঙ্গা ছাড়াও ব্যাটিংয়ে বিকল্প রয়েছে লংকান শিবিরে। জিহান মুবারক এবং কুশল পারেরাও নিজেদের সেরাটা দিয়ে রয়েছেন দারুণ ফর্মে।
রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৫/শামীম/আমিনুল