বিনোদন

ট্রেইলারেই শহিদ-আলিয়া জুটির বাজিমাত (ভিডিও)

বিনোদন ডেস্ক :  বলিউডে শানদার সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শহিদ কাপুর ও আলিয়া ভাট। আর এই জুটিকে নিয়ে দর্শকদের যে ব্যাপক আগ্রহ, তারই প্রতিফলন ঘটেছে সিনেমাটির ট্রেইলারের ভিউয়ার সংখ্যায়।

 

শহিদ-আলিয়া জুটির আপকামিং শানদার সিনেমাটির ৩ মিনিট ১২ সেকেন্ডের ট্রেইলার মুক্তি পেয়েছে ১১ আগস্ট।  আর ইতিমধ্যে ট্রেইলারটির ভিউয়ার প্রায় পাঁচ মিলিয়নের ঘর ছুঁয়ে ফেলেছে। কমেডি ঘরনার লাভস্টোরি, ডেসটিনেশন অব ম্যারেজ নিয়ে শানদার-এর কাহিনি।

 

এই সিনেমায় বিয়ের পরিকল্পনাকারী জগজিন্দর যোগিন্দরের ভূমিকায় অভিনয় করছেন শহিদ। এতে আলিয়ার চরিত্রের নামও আলিয়া। স্টুডেন্ট অব দ্য ইয়ার-এর পর শানদার-এ দ্বিতীয় বার বিকিনিতে দেখা যাবে আলিয়াকে।

 

এ ছাড়া এই সিনেমায় বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে অভিনয় করছেন শহিদ। সিনেমাটির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন শহিদ কাপুরের বোন সানাহ কাপুর।

 

সিনেমার যৌথ প্রযোজনায় রয়েছে করণ জোহরের ধর্মা প্রডাকশন এবং ফ্যান্থম ফিল্মস। বলিউডের আগামী ২২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

 

শানদার সিনেমাটির ট্রেইলার:

     

রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৫/ফিরোজ