জাতীয়

স্বপ্নের ফেরিওয়ালা

এম. এ. আর. সজলস্বপ্ন লাগবে স্বপ্ন?লাল, নীল হরেক রকমের স্বপ্ন আছেদুঃস্বপ্ন না`তো, ভাল স্বপ্ন,লাগবে স্বপ্ন???আমি এক স্বপ্নের ফেরিওয়ালাস্বপ্ন বিলানো`ই আমার খেলা।আজ এর স্বপ্ন তো কাল ওরশুধু সপ্নই বিলাচ্ছি সারা জীবনভর।কিছু মানুষকে আমি স্বপ্ন দেখাইসে স্বপ্ন পথ চলার প্রেরণা যোগায়।পথের শেষ প্রান্থে তাদের আসি রেখেতারা সুখে থাকে স্বপ্নের পরশ মেখে।কিন্তু আমি নিজের স্বপ্ন পারি`নি সাজাতেকেউ এলো না আমার স্বপ্নটা জ্বালাতে।যে এসেছিল সে`তো জ্বালানোর আগেই হারালমনের স্বপ্নটা মনেই রয়ে গেল।তবু আমি বিলাই অন্যের সুখের জন্যস্বপ্ন বিসর্জন দিয়েই হলাম ধন্য।তাদের সুখে, হাসিতে খুশিতে দেখি আমার সুখতারা রাখবে কি মনে এই ফেরিওয়ালার মুখ ???মনে রাখুক বা নাই রাখুক ফেরিওয়ালা স্বপ্ন বিলাবেসুখের জন্যে ফেরিওয়ালা রঙ্গিন প্রদীপ জ্বালাবে।আবারও কেউ শূন্য মনে বসাবে স্বপ্নের মেলাএই আশাতেই আমি এক স্বপ্নের ফেরিওয়ালা...রাইজিংবিডি/এলএ