বিনোদন ডেস্ক : প্রকাশিত হলো সুরকার ও কণ্ঠশিল্পী ফাহিম ফয়সালের প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসার শেষ খেয়াল’। বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরায় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন অবসকিউর ব্যান্ডের টিপু, সংগীত শিল্পী ইবরার টিপু, গাছ ব্যান্ড এর শাহেদ, জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া। অ্যালবামটি বাজারে এনেছে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা।
এতে গান রয়েছে ৭টি। গানগুলো হচ্ছে- ‘নীলচে আকাশ’, ‘যাদুর ছায়া’, ভালোবাসার শেষ খেয়াল’, চোখের মাঝে চোখ’, ‘সিজদাহ করি তোমায় স্মরে’ ইত্যাদি। গানের কথাগুলো লিখেছেন- জাহিদ আকবর, ইফতেখার সুজা, জাহিদ সাঁই, জেড এইচ শোভন ও ফাহিম ফয়সাল। সংগীতায়োজন করেছেন- সজিব দাস, সাজিদ সরকার, আমজাদ হোসাইন ও রাফি।
অ্যালবামটি প্রসঙ্গে ফয়সাল বলেন, ‘ভালোবাসার শেষ খেয়াল’ আমার প্রথম একক অ্যালবাম। অনেক সময় নিয়ে এই অ্যালবামের সুর ও সংগীতায়োজনের কাজ শেষ করেছি। চেষ্টা করেছি আমার সবটুকু দিয়ে সুর ও সংগীতায়োজন করার। যারা সংগীত পরিচালনা করেছেন তারা আন্তরিকভাবে কাজটি করেছেন। গানগুলো নির্মাণে আমার ব্যান্ড ‘স্বপ্নসুর’ এর সদস্যরাও আমাকে সহযোগিতা করেছেন।’
তিনি আরো বলেন, ‘আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। অ্যালবামের প্রতিটি গানের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে বাণীর উপর ভিত্তি করে গানগুলো করেছি। আমার বিশ্বাস সব শ্রেণীর শ্রোতরাই এই অ্যালবামের গানগুলোকে আন্তরিকভাবে গ্রহণ করবেন।’
রাইজিংবিডি/ঢাকা/১৮ সেপ্টেম্বর ২০১৫/রাশেদ শাওন