জাতীয়

তটিনী, তোমার স্মৃতি জীবনের সাথে সাথেই চলে

                               

|| শারমিন সুপ্তি ||এখনো বৃষ্টি ঝড়ে আকাশের বুক চিড়েমেঘের আড়ালে রংধনু হাসে,গ্রীষ্ম-বর্ষা পেরিয়ে শরতে কাশফুল ফোটে-প্রতিটি রাতের শেষে সূর্য আসেনতুন দিনের আলো বুকে নিয়ে;সবই তো আছে আগের মতো,শুধু তুমি নেই আমাদের মাঝে!সকালে অফিস যাওয়ার তাড়া এখনো আছে,শুধু নেই কাজ শেষে ঘরে ফেরার ব্যস্ততা।ভোরের কুয়াশা জানান দিয়ে যায়পায়ে পায়ে শীত আবার আসছে,আচ্ছা,শীতের পিঠা কি তুমি পছন্দ করতে?ঠিক মনে পড়ছে না!আমাদের চারপাশে এখননতুন আনন্দের আগমন বার্তা,কিন্তু তোমার অনুপস্থিতিসব আনন্দকে ম্লান করে দেয়।তোমার ফেলে যাওয়া খেলনাগুলোজীবনের শূন্যতাকে প্রকট করে,বুকের ভেতর চাঁপা কষ্টেরা ডুকরে কাঁদে,তটিনী,তোমার স্মৃতি জীবনের সাথে সাথেই চলে৷মা গো তোমাকে অনেক মিস করছি!রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়