নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফিটিংস অ্যান্ড এক্সেসরিজ নামের একটি প্লাস্টিক সামগ্রী নির্মাণ করাখানার চার তলার ছাদে আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে আগুনের এই ঘটনা ঘটে। পরে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ভোর ৪টার দিকে টঙ্গীর স্কুইব রোড এলাকার ওই কারখানার চার তলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রীতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছাদে ছড়িয়ে পরে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
তিনি আরো জানান, সেখানে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। বিড়ি/সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাইজিংবিডি/ গাজীপুর/ ২ অক্টোবর ২০১৫/ হাসমত আলী/রুহুল