নিজস্ব প্রতিবেদকঢাকা, ৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইনস এর একটি ফ্লাইটে সকাল ৬টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। প্রাধনমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ জয়ের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। এবার সফরে তিনি নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু কাজ করবেন বলে আওয়ামী লীগ সূত্রে জানা যায়।সূত্রমতে, এবার দেশে এসে মূলত প্রচার-প্রচারণা কেন্দ্রিক কাজ করবেন জয়। এছাড়া আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার তৈরিসহ বিভিন্ন সাংগঠনিক ও নির্বাচন কেন্দ্রিক কাজ করবেন তিনি।গেল রোজায় দেশে এসে বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে আলোচনায় এসেছিলেন জয়। রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ, সামাজিক কর্মকাণ্ড, টেলিভিশন সাক্ষাৎকারসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে দেশের নেতাকর্মী ও জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তিনি। এতে আওয়ামী লীগসহ তরুণ সমাজের কাছেও তার গ্রহণযোগ্যতা বাড়ে।
রাইজিংবিডি / এসএম