বিজ্ঞান-প্রযুক্তি

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রয়োজনীয় ২১ অ্যাপস (পর্ব-১)

মনিরুল হক ফিরোজ : অ্যান্ড্রয়েডের অন্যতম সেরা একটি সুবিধা হচ্ছে, অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো আইফোনের অ্যাপসের তুলনায় অনেক বেশি স্বাধীন। এজন্য আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড অ্যাপসের সংখ্যাটাও বেশি।

 

এমন কিছু প্রয়োজনীয় অ্যাপ রয়েছে যেগুলো অ্যাপলের অনুমোদন না পাওয়ায় আইফোনের জন্য নির্মিত হয়নি, ফলে সেগুলো এক চেটিয়াভাবে কেবলমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্যই।

 

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তেমনই প্রয়োজনীয় ২১টি অ্যাপস নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় নিউজপোর্টাল বিজনেস ইনসাইডার।

 

এর মধ্যে থেকে আজকের এ প্রতিবেদন ১১টি অ্যাপস নিয়ে সাজানো হলো। বাকি ১০টি অ্যাপস আরেকটি প্রতিবেদনে জানানো হবে।

 

মুজেই লাইভ ওয়ালপেপারপ্লে স্টোরে লাইভ ওয়ালপেপারের অনেক ধরনের অ্যাপ রয়েছে। তবে এই অ্যাপটি ভিন্ন ঘরানার। এতে রয়েছে বিখ্যাত সব চিত্রকর্মের ওয়ালপেপার।

   

এটি ফোন থেকে ভাইরাস চিহ্নিত ও ডিলেট করার পাশাপাশি হ্যাকারদের কৌশলগত তথ্য চুরি থেকেও আপনার ফোনকে নিরাপদ রাখবে অ্যান্টি-থেফট ট্রাকিং ফিচারটির মাধ্যমে। এছাড়া অ্যাপ লক সুবিধাও রয়েছে। শুধু তাই নয়, হারানো ফোন খুঁজে পেতে রয়েছে ফোন লোকেটর ফিচার। প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং ৪.৫। বিনা মূল্যে ডাউনলোড করা যাবে https://goo.gl/vKe2Q লিংক থেকে।

 

লাইট ফ্লো লাইট-এলইডি কন্ট্রোলআপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিতে যদি নোটিফিকেশনের ক্ষেত্রে এলইডি লাইট সুবিধা থাকে, তাহলে এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। এটি ফোনের নোটিফিকেশন লাইটকে করে তুলবে অনেক বেশি বর্ণিল। 

   

এসএমএস, ইমেইল, ফোন কল, ক্যালেন্ডার রিমাইন্ডার, ফোনের লো ব্যাটারি সিগন্যাল- এসব বিভিন্ন ক্ষেত্রে নোটিফিকেশন লাইটিংকে পছন্দমতো নানা রঙের করা যাবে অ্যাপটির মাধ্যমে। প্লে স্টোরে লাইট ফ্লো লাইট-এলইডি কন্ট্রোল অ্যাপটির রেটিং ৩.৬। বিনা মূল্যে ডাউনলোড করা যাবে https://goo.gl/aeCWi লিংক থেকে। 

 

ফক্স-ফাইফক্স-ফাই নামক বিনা মূল্যের এই অ্যান্ড্রয়েড অ্যাপটি বেশ অভিনব সুবিধার। এই অ্যাপটির মাধ্যমে কোনোরকম অতিরিক্ত ডাটা চার্জ ছাড়াই ফোনটিকে ওয়াই-ফাই হটস্পট হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া ফোনের ইন্টারনেট ইউএসবি, ব্লুটুথের সাহায্যে কম্পিউটারে অথবা ট্যাবলেটে শেয়ার করা যাবে।

   

যদিও এটা পরিস্কার নয় যে, ফক্স-ফাই কীভাবে এই সুবিধা দেয় তবে ড্রয়েড লাইফ ব্লগ সূত্রে জানা গেছে, অ্যাপটি সম্ভবত ভিপিএন অথবা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে। প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং ৩.৯। ডাউনলোড করা যাবে https://goo.gl/ELVvZ লিংক থেকে।

 

উইকিলিকসঅ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি বাদ দিয়েছে। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই অ্যাপটি রয়েছে প্লেস্টোরে। অ্যাপটির সমস্যা হচ্ছে, এর কোনো আপডেট করা হয়নি।

   

ফ্রি মুভি, মিউজিক অ্যালবাম, সফটওয়্যারসহ প্রভৃতি কিছু দ্রুত ডাউনলোড করা যাবে এই অ্যাপটির সাহায্যে। প্লে স্টোরে এই অ্যাপটির রেটিং ৪.৪। ডাউনলোড করা যাবে https://goo.gl/2ZtRlp লিংক থেকে।

 

মাইটি টেক্সট: এসএমএস টেক্সট মেসেজিংঅভিনব মেসেজিং সুবিধার হওয়ায় বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছে এই অ্যাপটি। মেসেজ গ্রহণ বা পাঠানো দুটোই করা যায় এটি দিয়ে।

   

বিনা মূল্যে ডাউনলোড করা যাবে https://goo.gl/9LUHQ লিংক থেকে।

     

রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৫/ফিরোজ