নির্বাচন

খালেদার গাড়িবহরে হামলার আসামি বিএনপির প্রার্থী!

মাদারীপুর প্রতিনিধি : এক সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দক্ষিণাঞ্চল সফরকালে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে হামলা চালানো হয় তার গাড়িবহরে।

 

সেই হামলা মামলার ১৫ নম্বর আসামি ছিলেন জাহাঙ্গীর কামাল। সেই কামালই মাদারীপুরের শিবচর পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী। এ নিয়ে ক্ষুব্ধ মাদারীপুর জেলা ও শিবচর বিএনপির বড় একটি অংশ।

 

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আবদুল মান্নান খানের দায়েরকৃত মামলার অন্যতম আসামি ছিলেন এই জাহাঙ্গীর কামাল। মামলার এজাহারে তার নাম রয়েছে আসামির তালিকায় ১৫ নম্বরে।

 

এ ব্যাপারে জাহাঙ্গীর কামাল বলেন, ‘ আমি ওই ঘটনায় জড়িত ছিলাম না। উদ্দেশ্যমূলকভাবে আমাকে ফাঁসানো হয়েছিল। আমি ষড়যন্ত্রের শিকার। মামলার বাদি আবদুল মান্নান খানের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে আমাকে আসামি করা হয়েছিল। ওই মামলা অনেক আগেই বাতিল হয়ে গেছে।’

 

মাদারীপুর জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক আবু মুন্সি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে বড় দলে দুই-একটি ছোটখাটো ভুল হতে পারে।’

 

রাইজিংবিডি/মাদারীপুর/৩ ডিসেম্বর ২০১৫/বেলাল রিজভী/রহমান