বিনোদন

আসছে স্বপ্নসুর’র প্রথম অ্যালবাম

মিলটন আহমেদগান গাওয়া ও স্টেজ শো’তে গিয়ে তাদের পরিচয়। এরপর আস্তে আস্তে গড়ে উঠে সখ্যতা। প্রত্যেকেই একে অপরের মানসিকতা ভালোই বুঝেন। এজন্য কোন অনুষ্ঠান বা শো’তে তাদের পরিবেশনায়ও লক্ষ্য করা যায় ভিন্নতা। বলছিলাম ব্যান্ড দল স্বপ্নসুর’র কথা। ফয়সাল, বাসু, তুহিন, প্রিন্স ও আসিফ ভিন্ন ভাবনা ও স্বপ্ন নিয়ে ২০০৯ সালে গড়েন এটি। শুরু থেকে এ পর্যন্ত কয়েকটি নামে ব্যান্ডের কার্যক্রম চললেও ২০১২ সালে এসে ব্যান্ডের নতুন নাম হয় ‘স্বপ্নসুর’। নতুন নামে ব্যান্ডটি বেশ কিছু কনসার্টে পারফর্মও করেছে।ব্যান্ড শুরুর আগে একসঙ্গে সবচেয়ে বেশি কাজ করার সুযোগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে। কারন ব্যান্ডের অধিকাংশ সদস্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরমধ্যে থাকে নবীন বরণ, বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান, চ্যারিটি কনসার্ট ইত্যাদি। ঢাকার বাইরে বেশ কিছু ওপেন এয়ার কনসার্টে ব্যান্ডটি নিয়মিত অংশগ্রহণ করছে।‘স্বপ্নসুর’ ব্যান্ডের বর্তমান ব্যস্ততা ও আগামীর পরিকল্পনার কথা বললেন ব্যান্ডের ভোকাল ফয়সাল। তিনি বলেন, ‘আমরা এখন ব্যান্ডের প্রথম অ্যালবাম তৈরির কাজেই বেশি সময় দিচ্ছি। ব্যান্ডের নামেই মুক্তি পাবে আমাদের প্রথম অ্যালবাম। তাছাড়া অ্যালবামের কাজের পাশাপাশি বিভিন্ন স্টেজ শো’তেও পারফর্ম করছি। পারফরমেন্স ঠিক রাখার জন্য নিয়মিত প্র্যাকটিসও করতে হচ্ছে। যেহেতু মেলোরক ধাঁচের গান করি, তাই অ্যালবামের গানগুলোও যতœ নিয়ে নির্মাণের চেষ্টা করছি। আশাকরি এ বছরই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।’অ্যালবামের গান প্রসঙ্গে ব্যান্ডের লীড গিটারিস্ট বাসু ও তুহিন বলেন, কম্পোজিশনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি গানের কথা, সুর ও ব্যতিক্রমী মিউজিককে। এতে আমরা অ্যাকোয়েস্টিক বাদ্যযন্ত্রও ব্যবহার করছি। আশাকরি শ্রোতাদের তা ভালো লাগবে।‘স্বপ্নসুর’ ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে- ফাহিম ফয়সাল (লীড ভোকাল), বাসুদেবা (লীড গিটার ও সাইড ভোকাল), গোলাম সারওয়ার তুহিন (লীড গিটার), প্রিন্স (ড্রামস ও পারকিউশন), আসিফ সিকদার (বেইজ গিটার ও সাইড ভোকাল) ও রানা (ব্যান্ড ম্যানেজার)।