বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটের অফুরন্ত ভাণ্ডারে প্রবেশের জন্য আমরা ব্রাউজার ব্যবহার করে থাকি। ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা প্রভৃতি।
আর যে ব্রাউজারই আমরা ব্যবহার করে থাকি না কেন, কাজের প্রয়োজনে ব্রাউজারে খুলতে হয় একাধিক ট্যাব। ব্রাউজারে বিভিন্ন ট্যাবের মাধ্যমে আমরা অনেকগুলো ওয়েবসাইট ব্যবহার করে থাকি।
এর মধ্যে কোনো একটি ট্যাব যদি আপনি ভুল করে বন্ধ করে দেওয়ার পর বা কাজ শেষে বন্ধ করে দেওয়ার পরপরই আবার সেই ওয়েবসাইটির প্রয়োজন হয়, তাহলে খুব সহজেই তা ফিরিয়ে আনতে পারেন।
এজন্য কিবোর্ড থেকে Control + Shift + T চাপুন। তাহলেই দেখবেন সঙ্গে সঙ্গে ব্রাউজারে ফিরে এসেছে ওয়েবসাইটটি।
এছাড়া আরেকটি খুব গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন। সেটি হচ্ছে, ব্রাউজারের cache সেকেন্ডের মধ্যে পরিস্কার করতে কিবোর্ড থেকে Control + Shift + R চাপুন। এটি মুহূতেই cache পরিস্কারের পাশাপাশি পেজটি refresh করবে।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৫/ফিরোজ