জাতীয়

ভালো থাকার প্রত্যাশা মুনমুনের

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মুনমুন ঢাকাই সিনেমায় আলোড়ন তুলেছিলেন নিজের মহনীয় রূপ আর সাহসিকতার গুণে। ১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা মুনমুনের। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত মৌমাছি সিনেমায় প্রথম কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এর পর টারজান কন্যা, মৃত্যুর মুখে, রাজা, মরণ কামড়, রাণী ডাকাত, আজকের সন্ত্রাসীসহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। বর্তমান সময়ের দেশ সেরা নায়ক শাকিব খানের  প্রথম ব্যবসা সফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমাটির নাম বিষে ভরা নাগীন। এ পর্যন্ত তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা ৮১, যার বেশির ভাগই ছিল সুপারহিট।দুই সন্তানের জননী মুনমুন। তিনি এখন অভিনয় থেকে কিছুটা দূরে আছেন। তিনি এখন দুই সন্তানদের নিয়ে ব্যস্ত আছেন।নতুন বছর প্রসঙ্গে মুনমুন রাইজিংবিডিকে বলেন, ‘বাবুদের নিয়ে ও আমার মাকে নিয়ে সুন্দরভাবে যেন ২০১৬ কেটে যায় এই প্রত্যাশা করছি। সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার জন্য শুভ কামনা করছি।’মুনমুনকে সর্বশেষ কুমারী মা সিনেমাতে দেখা যায় ২০১৪ সালে। সিনেমাটি পরিচালনা করেন বাবুল রেজা। মাঝে বেশ কিছুটা সময় এক রকম অন্তরালেই ছিলেন তিনি। তবে ২০১৫ সালের মে মাসের মাঝামাঝিতে তিনি কাজ শুরু করেছেন সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র কাসার থালায় রুপালি চাঁদ সিনেমাটিতে। এর পরে আর কোন সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি।

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৬/রাহাত/শান্ত