গালফ নিউজ ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, “জ্যামাইকা এবং বিশ্বের জন্য তিনি (বোল্ট) যা করেছেন ভাষায় তা ব্যাখ্যা করা যাবে না। তিনি নতুন করে ইতিহাস লিখেছেন।”
গত বছর লন্ডন অলিম্পিকে প্রথম পুরুষ এ্যাথলেট হিসেবে ১০০ ও ২০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক অক্ষুণ্ণ রেখেছেন বোল্ট।
বোল্ট সম্পর্কে গেইল বলেন, “সত্যিই তার জন্য আমি আনন্দিত। আমার বিশ্বাস সে আরো বড় কিছু করতে পারবে। আপনি যেখানেই যান সেখানেই জনগণের মুখে শুনবেন উসাইন বোল্ট, উসাইন বোল্ট। জ্যামাইকার জন্য তিনি অসাধারণ কিছু করেছেন।”
রাইজিংবিডি / ইএইচ / সনি