জেলা প্রতিনিধিগাজীপুর, ৩ অক্টোবর: কয়েদীর পোশাকে ফাঁসির সেলে অনেকটা স্বাভাবিক সালউদ্দিন কাদের চৌধুরী। তবে মাঝে মাঝে বিষন্ন দেখাচ্ছে তাকে।
কাশিমপুর কারা কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা যেমন বিচলিত থাকেন, সালাহউদ্দিন কাদের চৌধুরীর মধ্যে তেমনটা দেখা যায়নি। তবে কখনো কখনো বিষন্ন মনে বসে থাকতে দেখা যায় তাকে।
মঙ্গলবার মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর ভিআইপি সুবিধা প্রত্যাহার করা হয় বিএনপি দলীয় এমপি সালাউদ্দিন কাদের চৌধুরীর।
ওইদিন রাতেই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে নিয়ে আসা হয় গাজীপুরের কাশিমপুর কারাগারে।
সালাহউদ্দিন কাদের চৌধুরীকে রাখা হয়েছে পার্ট-১ এর ফাঁসির সেলে। এই ইউনিটে এক হাজারেরও বেশি বন্দি। এদের মধ্যে রয়েছেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৭৮জন ফাঁসির আসামি।
রাইজিংবিডি/প্রতিবেদক/কেএস