নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে তার স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য সাক্ষাৎ করেছেন। শনিবার দুপুরে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তারা সাক্ষাৎ করেন।কারা সূত্রে জানা গেছে, মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসমিন ও সুমাইয়া রাবেয়া এবং পুত্রবধূ সায়েদা তাহমিদা জামায়াতের নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন। কারাগারের একটি কক্ষে তারা প্রায় আধা ঘণ্টা কথা বলেন।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের পাঁচ সদস্য মীর কাশেম আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি রয়েছেন।
রাইজিংবিডি/গাজীপুর/২৮ মে ২০১৬/হাসমত আলী/মুশফিক